শ্রমিকদের মানবিক কাজে পুলিশ পাশে থাকবে -এসএমপি কমিশনার রেজাউল করিম

2

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোঃ রেজাউল করিম বলেছেন, পুলিশ ছাড়া রাষ্ট্র চিন্তা করা যায়না। কিন্তু বিগত সময়ে পুলিশকে জনতার মুখোমুখি করা হয়েছে। ফলে জনমনে ক্ষোভ দেখা দেয়। তবে বর্তমান পুলিশ শতভাগ পেশাদারিত্ব ও মানবিক কাজে প্রতিশ্রæতিবদ্ধ। পেশাগত কারণে পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের সম্পর্ক গভীর। আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি পরিবহন শ্রমিকদের যে কোন মানবিক উদ্যোগে পুলিশ পাশে থাকবে। মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এর ধারা অব্যাহত রাখা উচিত।
তিনি বুধবার দুপুরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-২১৫৯) এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ২১ জন মৃত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ৪০ হাজার করে নগদ টাকা তুলে দেয়া হয়।
ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির ট্রাফিক দক্ষিণের ডিসি মো: সজীব খান, ট্রাফিকের এডিসি রেখা রাণী, মোগলাবাজার থানার ওসি মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজির আহমদ স্বপন, সহ-সভাপতি কয়ছর আহমদ, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক বিলাল মিয়া, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বিলাল আহমদ, কোষাধ্যক্ষ জুলহাস আহমদ বাদল, কার্যকরী সদস্য আলী আহমদ আলী, শফিক আলী, আব্দুল মতিন ও আব্দুল জলিল।