২০০৯ সালের ২৫ শে ফেব্রæয়ারি সংঘটিত পিলখানা ট্রাজেডির পুনরায় সুষ্ঠু তদন্ত ও দ্রæত বিচারের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ।
২৬শে ফেব্রæয়ারি বুধবার দুপুর বারো ঘটিকায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আলোর অন্বেষণ এর পক্ষে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন নলেজ হারবার স্কুল এÐ কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সিনিয়র সাংবাদিক এএইচ আরিফ, আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজু, যুব সংগঠক রাশেদুজ্জামান রাশেদ, পুস্তক প্রকাশক জসিম উদ্দিন।
পিলখানা ট্রাজেডির সঠিক তদন্ত সম্পন্ন করার দাবিতে পরবর্তীতে গণ সাক্ষর সংগ্রহ, পিলখানা অভিমুখে লংমার্চ, গণ অনশন এবং লিফলেট বিতরণের কর্মসূচি আসতে পারে বলে উল্লেখ করা হয়। বলা হয় আমাদের দেশপ্রেমিক সেনা অফিসার হত্যার পরিকল্পনা রহস্য উদঘাটন ও ন্যায় বিচার চাই।