কানাইঘাটে চোরাইকৃত দু’টি গরু সহ তিন পেশাদার গরুচোর গ্রেফতার

60

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট রাজাগঞ্জ ইউপির ফতেহগঞ্জ গ্রামের হারিছ মিয়ার বাড়ীতে গত সোমবার গভীর রাতে গরু চুরির ঘটনার সাথে জড়িত তিন পেশাদার গরুচোরকে বিয়ানীবাজার থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ফতেহগঞ্জ গ্রামের হারিছ মিয়ার পুত্র কৃষক আখলাছ মিয়ার দু’টি হালের গরু সোমবার দিবাগত গরু চোররা গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। গরু চুরির ঘটনাটি জেনে কানাইঘাট অফিসার ইনচার্জ আব্দুল আহাদ চুরি হওয়া গরু উদ্ধার এবং এ ঘটনার সাথে চোরদের আটক করতে থানার এসআই বশির আহমদকে নির্দেশ প্রদান করেন। এসআই বশির আহমদ গরু চোরদের গ্রেফতার করতে ব্যাপক তৎপরতা শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ২টায় বিয়ানীবাজার উপজেলার মাত্তিউরা ইউপি পরিষদের অদূরে থেকে বিয়ানীবাজার থানা পুলিশের সহায়তায় এসআই বশির তিন গরুচোরকে গ্রেফতার ও চোরাইকৃত দু’টি চোরাই গরু উদ্ধার করেন। গ্রেফতারকৃত গরুচোররা হল, কানাইঘাট রাজাগঞ্জ ইউপির টুনু মিয়ার পুত্র মোঃ হাসান আলী (২৭), ঝিঙ্গাবাড়ী ইউপির তিনচটি গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র একাধিক গরু চুরি মামলার আসামী মোঃ রহিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র নাসির উদ্দিন (২৫)। এ ঘটনায় উদ্ধারকৃত গরুর মালিক ফতেহগঞ্জ গ্রামের মোঃ হারিছ মিয়ার পুত্র মোঃ আখলাছ মিয়া থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং- ০৯, তাং- ২৫/১০/২০১৭ইং। এদিকে কানাইঘাট উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও সম্প্রতি কিছু গরু চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে বড়চতুল ইউপির বড়চতুল গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী আলমাছ উদ্দিন চৌধুরীর ৬টি গরু চুরির ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি মাস খানেক পূর্বে নন্দিরাই গ্রামের হাফিজ উদ্দিনের ৪টি গরু সহ আরো ২/৩টি গরু চুরির ঘটনা রয়েছে।