চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভাস্থ বাজার মসজিদ মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের সাথে থাকা একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শেকটলা গ্রামের মোঃ দেলবোরের ছেলে মো. নাসির আলী (২৭) এবং খালিদ শেখের ছেলে মো. আমির শেখ (৩০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।