দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। মঙ্গলবার এই মামলাটি দায়ের করা হয়। এতে আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত মো. খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে।
জানা যায়, শনিবার ২২ ফেব্রæয়ারি রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই মো. কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় কালাম খসরু মিয়াকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত পৌঁনে একটার দিকে তিনি মারা যান। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহত খসরু মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে। তিনি বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।