স্টাফ রিপোর্টার
ওলিকুল শিরমণি হযরত শাহজালাল (র:) অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (র:) এর দু’দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক আজ বুধবার শুরু হচ্ছে। নগরীর উত্তর কাজিরবাজারস্থ এই ওরসকে কেন্দ্র করে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিলেটসহ এর আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্ত-আশেকানদের অনেকেই এরই মধ্যে মাজার এলাকায় এসে জড়ো হয়েছেন। ওরস সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে মাজার কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবকরা বিরামহীন কাজ করে যাচ্ছেন।
দু’দিন ব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ ফেব্রæয়ারি ২০২৫ বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন, সকাল ১১টায় মিলাদ-দোয়া, সকাল সাড়ে ১১ টায় মাজারে গিলাফ ছড়ানো, দুপুর ১২ টায় গরু জবাই। বাদ এশা জিকির আজগার এবং আগামীকাল ৭ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ২০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার ভোর ৫ টায় আখেরী মোনাজাত ও শিরনী বিতরণ।
জানা যায়, প্রতিবছর হযরত গায়বী শাহ্ (র:) ওরস মোবারক বিরাট আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে। ওরস মোবারক শুরু হওয়ার আগমুর্হুত পর্যন্ত ভক্ত-আশেকানদের ওরসে শরিক হওয়ার চেষ্টা অব্যাহত থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভক্ত-আশেকানরা ওরস মোবারক উপলক্ষে ১৪টি গরু মাজার কমিটির কাছে হস্তান্তর করেছেন। সিলেটসহ এর আশপাশ থেকে আসা ভক্ত-আশেকানদের মধ্যে শিরনী বিতরণের উদ্দেশ্যে এ গরুগুলো জবাই করা হয়। আখেরী মোনাজাত শেষে ভক্ত-আশেকানদের মাঝে শিরনী বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ওরসের কার্যক্রম।