বিশ্বে ইসলাম ধর্ম সবচেয়ে বৈজ্ঞানিক : প্রফেসর মো. রিয়াজ

1

এমসি কলেজ প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য ৫ শতাধিক কুরআন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলেজের ১০ তলা ভবনের হলরুমে দাওয়াহ সার্কেল এমসি কলেজের উদ্যোগে কুরআন ফর রামাদান অনুষ্ঠানের মাধ্যমে এই কুরআন বিতরণ করা হয়।
দাওয়াহ সার্কেল এমসি কলেজের সেক্রেটারী জওহর লোকমান মুছান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাইল খাঁন সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় তিনি বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্যই নয়। কুরআন সব জায়গায় আমরা অনুশীলন করব এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করব। আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় কুরআনে ব্যাখ্যা রয়েছে। কুরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা বাংলায় চর্চা করব। সামনে আসছে রমজান মাস। এই মাসের পুণ্যের দ্বারা আমরা আগের ১১ মাসে অন্যায় ও পাপের প্রাশ্চিত্য করি। এই রমজান মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস। বিশ্বে ইসলাম ধর্ম সবচেয়ে বৈজ্ঞানিক ধর্ম। বৈজ্ঞানিক সবকিছু এই কুরআন মাজীদে রয়েছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, ইনোভা ট্রিমস এবং ডোনেট ফর গুডের পরিচালক মোহাম্মদ নুরুন্নবী, দাওয়াহ সার্কেলের উপদেষ্টা মো. শাহজাহান আলী, উপদেষ্টা জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু প্রমুখ।