মৌলভীবাজারে বাড়ছে মানুষের দুর্ভোগ

2

শ্রীমঙ্গল প্রতিনিধি

চায়ের দেশ মৌলভীবাজারে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা কারণে ছিন্নমূল খেটেখাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরবেলা বিকাল তিনটা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে ছিল পুরো জেলা। এরপর কুয়াশা ভেদ করে হালক্কা সূর্য়ের দেখা মিললেই আবারও কুয়াশায় ঢেকে পড়ে রাস্তাঘাট, পাহাড়, চা বাগানসহ সবকিছুই। এতে চা বাগানের শ্রমিকসহ ছিন্নমূল খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দেয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করাহয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন তাপ মাত্রা ছিল ১০-১১ ডিগ্রিতে। তখন দিনের বেলা সূর্যের আলো থাকায় শীতের প্রকোপ কম অনুভ‚ত হলেও এখন ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি দেখা দিয়েছে।
ওয়াল্ডলাইফ ফটো গ্রাফার তারিক হাসান বলেন, ‘ঘনকুয়াশার কারণে জনদুর্ভোগ বাড়ার সাথে সাথে প্রাণ প্রকৃতিতে স্থবিরতা দেখা দিয়েছে। হিমেল ঠান্ডা হাওয়া ও ঘন কুয়াশার কারণে বনের পশু পাখিরা খাবার সংগ্রহে কিছুটা দুর্বল হয়ে পড়েছে।’
এদিকে সূর্যের দেখা না পাওয়া, ঘন কুয়াশায় ঢেকে থাকা এবং হিমেল বাতাস বয়ে যাওয়ার ফলে সাপ্তাহিক কর্ম দিবসের শেষ দিনে শহরের জন সমাগম ছিল কম। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। জেলা ও উপজেলা হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের চাপও বেড়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সির্ভিল সার্জন ডা. মো. মামুনুর রশিদ।