হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার হৈবতপুর গ্রামে প্রাইমারী স্কুলের ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ঘটনার পর সোমবার দুপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে দেখতে হবিগঞ্জ সদর হাসপাতালে যান হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং মেয়ের মায়ের হাতে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। সে সময় উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার হৈবতপুর গ্রামের দরিদ্র কৃষক তৈয়ব আলীর কন্যা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী গত শনিবার বিকেলে বাড়ির পাশের হাওর ধানের খড় আনতে যায়। এ সময় মেয়েটিকে একা পেয়ে এক লম্পট জোরপূর্বক ধরে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে মেয়েটি রক্তাক্ত অবস্থায় সন্ধ্যায় বাড়িতে ফিরে এ ঘটনা তার মা ও বাবাকে অবগত করে। ওইদিন রাতে মেয়েটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কমর্রত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অজ্ঞাত ১জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।