গোয়াইনঘাটে নিহত দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন

2

গোয়াইনঘাট সংবাদদাতা

গোয়াইনঘাটে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই কলেজ শিক্ষার্থী রিফাত আহমদ কিবরিয়া ও আবু সুফিয়ানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় নিহতদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও কলেজের শিক্ষকবৃন্দ সহ অসংখ্য গুনগ্রাহী অংশ নেন।
নিহতরা হলেন- উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এদিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল পিকআপ অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। অপর দিকে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।