সিলেট জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫

3

 

সিলেট জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ, ব্যাটমিন্টন টুনামেন্ট- ২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ, সিলেট এর নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস এবং অত্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সূর্যসেন রায় দেলওয়ার হোসেন জোয়ারদার এ.কে. এম কামারুজ্জামান মাসুম, ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাশ মোঃ নাজিম উদ্দিন, নীলরত দাস মো: কাজল মিয়া মোঃ জাফর হোসেন জালালী, মোঃ শামীম মিয়া, মৃত্যুঞ্জয় রায়সহ অন্যান্য। উক্ত টুনামের্ন্টে ৮ টি দল অংশগ্রহণ করছে।