স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সাহেববাজার এলাকা থেকে গরু চুরির অভিযোগে আজিম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার তাকে আটক করা হয়। আটক আজিম সাহেবের বাজার এলাকার ছালির মহল গ্রামের হারিছ আলীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজিমকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একটি মামলার এজহারভুক্ত আসামী আজিম। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।