ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেসকর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী বলেছেন, সিলেটে সাম্প্রতিক বন্যা নামক মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক আমাদের এই মুসিবত দূর করবেন। আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখতে হবে। বিপদে হতাশ হওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার গোলাপগঞ্জের কানিশাইল গ্রামেবন্যার্তদের মাঝে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকেখাদ্য সামগ্রি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
হাসপাতালের ম্যানেজার (এডমিন) মুহাম্মদ জাকির হোসেন সভাপতিত্বে ও সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) সাদ উদ্দিন ছাদিকের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ.আর) ইকবাল হোসেন খন্দকার, এসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেইজ) খলিলুর রহমান খান, এসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) জাহিদ আল সোয়াইব প্রমুখ। বিজ্ঞপ্তি