সিলেটে ৩ পুলিশ কর্মকর্তার বদলি

1

স্টাফ রিপোর্টার

সিলেটে পুলিশের উচ্চপদস্থ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার। রবিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত কর্মকর্তারা হলেন, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন, মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদ হাসান ও মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন।