আইডিয়ার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

2

আইডিয়া’র উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস সোমবার উদযাপন করা হয়েছে। ফাউন্ডেশনের ¯েøাগান দেশ কল্যাণ, দারিদ্র্য বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন; বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মানস ও মনন সামনে রেখে, ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সিলেট জেলায় কর্মরত ৬টি এনজিও যথাক্রমে আইডিয়া, জেছিস, আরডবিøউডিও, এওয়ার্ড, এসডিএস এবং এইচডিও এর অংশগ্রহণে আইডিয়া কেন্দ্রীয় অফিস উপশহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার মিতা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় সিলেটে কর্মরত এনজিওগুলো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। আপনাদের যে কোন সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিস এর সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তাদের আর্থিক সহযোগিতার জন্য এবং দেশের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। বিএনএফ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে এর তাৎপর্য ও বিএনএফ এর কার্যক্রম বিষয়ক একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিয়ার পরিচালক (প্রোগ্রাম) নাজিম আহমদ। এছাড়াও সভায় আলোচনায় অংশ নেন সমিক সহিদ জাহান, সভাপতি, আরডিসি, এটিএম বদরুল ইসলাম, নির্বাহী পরিচালক, জেছিস, রোকসানা বেগম, নির্বাহী পরিচালক, বেইস, মো. আব্দুল হামিদ, নির্বাহী পরিচালক, এসডিএস, মো. মনসুর আলম, নির্বাহী পরিচালক, এইচডিও, ফারুক আহমদ, প্রোগ্রাম প্রধান, এওয়ার্ড, মো. জাহিদুল ইসলাম রশিদ, প্রকল্প সমন্বয়ক, আরডবিøউডিও এবং অপূর্ব পাল, চেয়ারম্যান, এসডিএস। বিজ্ঞপ্তি