দক্ষিণ সুরমায় প্রবাসীর বাসায় চুরি

10

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমা এলাকার আলমপুরে এক প্রবাসীর বাসায় দুর্র্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার ভেতরে কোন এক সময় এ চুরির এ ঘটনাটি ঘটে।
ফ্লাটের বাসিন্দা জিয়া উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা ৫টার দিকে আমরা বেড়াতে গিয়ে রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি এই চুরির ঘটনা। চোররা বাসার তালা ভেঙে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকার বেশি ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে।
বাসার মালিক পক্ষের পরিবারের সদস্য জামিল আহমদ জানান, ৫ তলা বাসার ৩য় তলার ডান পাশের ইউনিটে দীর্ঘ দিন থেকে ভাড়া থাকেন গোলাপগঞ্জের প্রবাসি জিয়া উদ্দিন এর পরিবার। পরিবারের মা বাবা ও এক ছেলের বউসহ এই ফ্লাটে বসবাস করেন। শনিবার বাসায় না থাকায় ও সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যায়। এই সময়ে হয়তো চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনা শুনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ফয়সল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। চুরির ঘটনাটি তদন্ত করে দ্রæত মালামাল উদ্ধার করার কার্যক্রমসহ অপরাধীদের আইনের আওতায় আনা হবে।