স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমা এলাকার আলমপুরে এক প্রবাসীর বাসায় দুর্র্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার ভেতরে কোন এক সময় এ চুরির এ ঘটনাটি ঘটে।
ফ্লাটের বাসিন্দা জিয়া উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা ৫টার দিকে আমরা বেড়াতে গিয়ে রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি এই চুরির ঘটনা। চোররা বাসার তালা ভেঙে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকার বেশি ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে।
বাসার মালিক পক্ষের পরিবারের সদস্য জামিল আহমদ জানান, ৫ তলা বাসার ৩য় তলার ডান পাশের ইউনিটে দীর্ঘ দিন থেকে ভাড়া থাকেন গোলাপগঞ্জের প্রবাসি জিয়া উদ্দিন এর পরিবার। পরিবারের মা বাবা ও এক ছেলের বউসহ এই ফ্লাটে বসবাস করেন। শনিবার বাসায় না থাকায় ও সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যায়। এই সময়ে হয়তো চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনা শুনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ফয়সল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। চুরির ঘটনাটি তদন্ত করে দ্রæত মালামাল উদ্ধার করার কার্যক্রমসহ অপরাধীদের আইনের আওতায় আনা হবে।