হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে বালাগঞ্জ উপজেলা অটিস্টিক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র নানা কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে ২২ জানুয়ারী নিরাপদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহাব উদ্দিন শাহিন। কেন্দ্রের হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান লয়লুছ এর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন সমাজ সেবক নাসির উদ্দিন, আমির আলী, ইউনিয়ন সম্ময়কারী শিউলি আক্তার বন্যা, সুজনা আক্তার, শিউলি বেগম, শিল্পী সরকার, সুখু মনি বিশ্বাস, সিপু বিশ্বাস, ইমা বেগম, সুবর্না দাশ, খাদিজা বেগম, সীতা সুত্রধর, রীমা দাশ প্রমুখ। কর্মসূচীর মধ্যে রয়েছে অটিজম কি, অটিষ্টিক কি, প্রতিবন্ধী কি, প্রতিবন্ধীদের ধরণ, কারণ, আইন, সুযোগ সুবিধা, প্রতিবন্ধীদের প্রতি করনীয়, কেন্দ্রর লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে প্রতিবন্ধী বিষয়ক ১০০টি আলোচনা সভা করণ। ১০০ জন প্রতিবন্ধী কে স্কুলে ভর্তি নিশ্চিত করন, ১০০জন প্রতিবন্ধীর বাড়ী পরিদর্শন, ১০০ জন প্রতিবন্ধীদের জীবনী সংগ্রহ, ১০০ জন প্রতিবন্ধী কে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ১০০ জন প্রতিবন্ধী কে ঋন প্রদানে সহায়তা করন, প্রতিবন্ধীদেরকে সর্ব ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার জন্য ১০০টি অফিস, ব্যাংক, ক্লাব, এনজিও বরাবর পত্র প্রেরণ, গাড়ী ও বিভিন্ন স্থানে ১০০টি স্টিকার/পে¬কার্ড/ব্যানার লাগানো, ১০০ জন প্রতিবন্ধীর রক্তের গ্র“প পরীক্ষা করন, ১০০ জন প্রতিবন্ধীর স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা সেবা প্রদান, ১০০ জন প্রতিবন্ধী নিয়ে ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতার আয়োজন, ১০০ জন প্রতিবন্ধী নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ১০০ জন প্রতিবন্ধী কে ঈদে নতুন পোশাক প্রদান, ১০০ জন প্রতিবন্ধীর জীবনী ও সমস্যা চিহিৃত করে বই প্রকাশ, এবং ১০০ জন প্রতিবন্ধী নিয়ে প্রতিবন্ধী বিষয়ক স্কুল স্থাপন। বিজ্ঞপ্তি