বানিয়াচংয়ে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

0

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বনিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জনকে হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা ও উপজেলা সদরের দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা সদরের বাশিয়াপাড়া মহল্লা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আনোয়ার হোসেন ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র আন্দোলনে ৯ জন হত্যা মামলার এজাহারনামীয় আসামী আনোয়ার পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও এলাকাসী জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৪-৫ হাজার লোক বড়বাজার শহিদ মিনারে গিয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে থানার সামনে এলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিতে সাংবাদিকসহ ৯ আন্দোলনকারী নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করেন।
নিহত ৯ জনের পরিবারের পক্ষ থেকে একজনের বাবা একটি এবং এসআই সন্তোষ হত্যাকাÐের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়।