রুমি রহমান

41

বিদায় শরত :

উড়ো উড়ো মেঘে ভেলা,
ভেসে যায় দুরে।
কাশফুলের স্নিগ্ধতা,
যায় যে হারিয়ে।
প্রকৃতির বয়স বেড়ে,
শীতে যায় ডুবে।
শরত যে যায় ফিরে,
কুয়াশায় ঘোরে।
শিমুল, শিউলি, চম্পা,
হারিয়ে সুবাশ।
আমন উৎসবে ক্লান্ত,
ছেয়ে যায় ঘরে ।
মানুষকে ফিরে দেয়
তিক্ততা অতীতে।
পাখিগুলো নীরে ফিরে,
শীতল বাতাসে।
প্রকৃতিতে ছুইয়ে মায়া,
রানী যায় চলে।
শীতের চাদোর মুড়ে,
সূর্য হারায় কুয়াশায় ।