জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেসবুক পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত নিহত পক্ষ কর্তৃক চিহিৃত করা ৪ জন সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১২ নভেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে রণসাজে সজ্জিত হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সুজাত মিয়া নামের এক বৃদ্ধ নিহত সহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ আহত হন।
এ ঘটনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিকে-নির্দেশনায় থানার এসআই রফিজুল মিয়া ও এসআই সাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ দল মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ৪ জন সন্দেহভাজন আসামী গ্রেফতার করেন। সংঘর্ষে বৃদ্ধ সুজাত মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে নিহত পক্ষ কর্তৃক চিহিৃতকৃত ওই ৪ সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাগময়না তাজপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে জামিল মিয়া (২২), মৃত আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আঃ মোনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আঃ আহাদের ছেলে শাহ আলম (১৯)। ১৩ নভেম্বর বুধবার ধৃত আসামীদের ৫৪ ধারায় সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।