পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ : গুলিবিদ্ধ ২

0

কাজির বাজার ডেস্ক

রাজধানীর মিরপুর-১৪ ও কাফরুল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গুলিবিদ্ধ দুইজন হলেনÑআল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনই পোশাক কারাখানা সেন্টেক্স ফ্যাশনস লিমিটেডের কর্মী। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ঝুমা আক্তারের ডান পায়ে ও আল আমিনের পিঠে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এর পরপরই আশেপাশের কারখানার শ্রমিকরাও বিক্ষোভ শুরু করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সেন্টেক্স ফ্যাশনস লিমিটেডের আরেক শ্রমিক কবির হোসেন জানান, সংঘর্ষের এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে। আল আমিন জানান, বাড়ি ফেরার সময় মিরপুর-১৪ এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।
ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, তার বোনের পায়ে গুলি লেগেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের সময় পুলিশ ও সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে কারণে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয় পুলিশ ও সেনা কর্মকর্তারা।