ফেঞ্চুগঞ্জে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

5

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে উপজেলার সারকারখানা বাজারে এ মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় দ্রব্যমূল্যের বিভিন্ন অনিয়মের কারনে সারকারখানা বাজারের মুদি ব্যবসায়ী ইউনুছ মিয়াকে ৩ হাজার টাকা, চট্রগ্রাম ষ্টোরের ব্যবসায়ী লিয়াকত আলীকে ৩ হাজার টাকা, মুদি দোকান ব্যবসায়ী হারুনুর রশীদকে ২ হাজার টাকা, এবং ব্যবসায়ী সুজনকে ৩শত টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনিটরিং কমিটির সদস্য সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান, মাইজগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিল্লুর রহমান লিটন, সেনেটারী ইন্সপেক্টর শামসুন নাহার, সারকারখানা বনিক সমিতির সভাপতি বুরহান উদ্দীন।
সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান, দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
অন্যদিকে টানা তিন দিন বাজার মনিটরিং ও সাথে দুই দিন মোবাইল কোর্ট পরিচালিত হওয়ায় খুশি ক্রেতা সাধারণ। মুদি ব্যবসার পাশাপাশি নিয়মিত মোরগ ও সবজির বাজারে নজরদারি রাখার আহবান জানান সাধারণ ক্রেতারা।