স্টাফ রিপোর্টার
বছরের এই সময় শীত নামার কথা থাকলেও, শীতের বদলে উল্টো সিলেটে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। বৃষ্টির কিছুদিন পরেই টের পাওয়া যেতে পারে শীতের আগমনী বার্তা। সিলেট বিভাগের অনেক জায়গায় এখন রাতে বা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পাওয়া যাচ্ছে। দিনের দৈর্ঘ্যও কমছে ধীরে ধীরে। বাড়ছে রাতের বিস্তৃতি।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার সকাল থেকে শনিবার (২ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আর কিছুদিন পরেই টের পাওয়া যেতে পারে শীতের আগমনী বার্তা। প্রান্তিক অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় শীত অনুভুত হতে পারে মধ্য নভেম্বরেই। আবহাওয়া এখন একেবারেই স্বাভাবিক। তবে তাপমাত্রা এখন ধীরে ধীরে কমবে। সামনে রাতের ব্যাপ্তিকাল ক্রমে বাড়তে থাকবে এবং দিনের ব্যাপ্তি কমবে। এতে দিনের সূর্যের কিরণকালও ধীরে ধীরে কমবে। সব মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি সময় নাগাদ প্রান্তিক পর্যায়ে মোটা দাগে শীত অনুভ‚ত হওয়া শুরু হতে পারে।