শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টশেন ক্লাস ভার্চুয়াল মাধ্যমে অনুিষ্ঠত হয়। গতকাল সোমবার বেলা ১১ টায় ক্লাসে সভাপত্বিত করেন প্রিন্সিপাল অধ্যাপক গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইথোনলিেজ বিভাগের প্রফেসর ড: মাহবুব ই এলাহী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন উইম্যান মেডিকেল কলেজের ফারমাকোলজি অ্যান্ড থ্যারাপেমিটক্র বিভাগের প্রধান প্রফেসর ডা: আবু নাঈম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথি অধ্যাপক প্রফেসর ড: মাহবুব ই এলাহী তার বক্তব্যে বলেন নৈতিক শিক্ষার অভাবে আজ আমাদের শিক্ষাঙ্গনে কুরুচিপূর্ণ কাজ সংঘটিত হচ্ছে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাপূর্ণ জীবন গড়তে ব্যর্থ হওয়ায় আমাদের সমাজের পচন ধরেছে। তিনি বলেন আইন আছে আইনের প্রয়োগ নেই। ফলে অনৈতিক কাজ প্রতিনিয়ত বেড়ে চলছে। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মেধার লালনের পাশাপাশি নৈতিক শিক্ষার সুযোগ রয়েছে বিধায় সত্যিকার নাগিরিক তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রভাষক সাব্বির হোসেনে পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহলিা শাখার কলেজ ইনচার্জ মোর্শদা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী, দ্বাদশ শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান তালহা, খাদিজা বিনতে সাঈদ, নবাগতদের পক্ষে আফরিনা আক্তার মীম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণি ছাত্র রায়হানুল কবির রাফি। বিজ্ঞপ্তি