গোয়াইনঘাটে কৃষি উপকরণ বিতরণকালে ইমরান আহমদ এমপি ॥ কৃষিক্ষেত্রে সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে

46

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন কৃষিক্ষেত্রে বর্তমান সরকার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। সরকার দরিদ্র জন গোষ্ঠী ও কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । বর্তমান সরকার দরিদ্রতা দূরীকরণ ও ভাগ্য উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ শতাধিক কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা দিয়ে আসছে এ সরকার। গতকাল শনিবার গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মো. আনিছুজ্জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহিম, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা যুব লীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ন আহ্বায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সুভাষ দাস, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ।