আম্বরখানায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

3

স্টাফ রিপোর্টার

নগরীর আম্বরখানা পয়েন্টে একটি নাম্বারবিহীন (অনটেস্ট) সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় অটোরিকশাটিও আটক করা হয়। রবিবার রাত ৮টার দিকে আম্বরখানা ফাঁড়ির এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালান। আটক অটোরিকশার গায়ে মালিক হিসেবে জনৈক আবু তাহেরের নাম লেখা রয়েছে। মালিকের ঠিকানা লেখা রয়েছে সালুটিকর।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে আম্বরখানা পয়েন্টে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়। রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। আম্বরখানা পয়েন্টস্থ জামে মসজিদের সামনে অটোরিকশাটি রেখে অজ্ঞাতনামা ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ অটোরিকশার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।