আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

7

নিজস্ব সংবাদদাতা

সিলেটের আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে ঘনঘন সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সালুটিকর বাজার সংলগ্ন আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, প্রায় প্রতিদিনই আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা, এতে করে প্রাণ হারানোর পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। এই সড়কে নিহত ও আহত হওয়ার খবর যেন আমাদের গা-সহা হয়ে গেছে। ফলে প্রতিদিন সড়কে প্রাণ ঝরলেও তা আমাদের মনকে আবেগ তাড়িত করে না। নিহতের স্বজনদের আর্তচিৎকার আকাশ-বাতাস প্রকম্পিত করলেও তা যেন আমাদের বিবেককে নাড়া দিতে পারছে না।
এ সময় তিনি আরও বলেন, আম্বরখানা-ভোলাগঞ্জ সড়কটিকে ডিজিটাল নজরদারির আওতায় নিয়ে আসতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ট্রাফিক আইন অমান্য করার কারণেও সড়ক দুর্ঘটনা ঘটছে তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহŸান ও আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করার দাবি জানান।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, সোহান দে, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরিদ আহমদ, হাজী রফিক আহমদ প্রমুখ।