ফের সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

17

শাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।
পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাতীয় সংগীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের ফলে সড়কের দুইপাশ জুড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হচ্ছেন সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে বিভিন্ন সেøাগান দেন শিক্ষার্থীরা।
গতকাল রবিবার দ্বিতীয় দিনের মতো চার দফা দাবিতে কর্মসূচি পালন করছেন তারা।