জগন্নাথপুরে কিশোরের মৃতদেহ উত্তোলন

3

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে রিংকন বিশ্বাস (১৬) নামের এক কিশোরের মৃতদেহ ময়না তদন্তের জন্য মাটির নিচ থেকে উত্তোলন করা হয়েছে। সে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া সমধল গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে। সে চিলাউড়া সমধল গ্রামের লুলু মেম্বারের খামার বাড়িতে গরু রাখার কাজ করতো। গত ২২ জুন শনিবার দুপুরে খামার বাড়িতে একটি আম গাছের নিচে গোবর পানিতে মাথা নিচে ও পা উপরে অবস্থায় রিংকনের মৃতদেহ উদ্ধার করে প্রশাসনকে না জানিয়ে মাটি দেয়া হয়। এতে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
অবশেষে ঘটনার ৫ দিনের মাথায় বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উপস্থিতিতে সেই কিশোর রিংকন বিশ্বাসের মৃতদেহ ময়না তদন্তের জন্য মাটির নিচ থেকে উদ্ধার করেন।
স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল জানান, কিভাবে রিংকনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিতের লক্ষ্যে ময়না তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা