গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই, আজ জানাযা, বিভিন্ন মহলের শোক

17

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। শনিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাপগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, সর্বজন গ্রহণযোগ্য অভিভাবক তুল্য ব্যক্তিত্ব জননেতা এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে শোকাহত নেতাকর্মীরা তার শহরের সোবহানীঘাটস্থ বাসায় ছুটে আসেন। মরহুমের নামাজে জানাযা সোমবার (৩১জানুয়ারি) বাদ আসর গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে অনুষ্ঠত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
বর্ষীয়ান রাজনীতিবিদ এডভেকেট ইকবাল আহমদ চৌধুরী ১৯৪২ সালের ১৭ জুলাই উপজেলার রফিপুর গ্রামের জন্মগ্রহণ করেন। এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ আগে তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০৪ সাল থেকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্কাউটসে বিশেষ অবদানের কারণে রাষ্ট্রপতি কতৃক পদত্ত সর্বোচ্ছ রোপ্য পদক লাভ করেন। স্কুল ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনের মিছিলে অংশ নিয়ে শুরু হয় তার রাজনৈতিক জীবন। এরপর এমসি কলেজ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে ছিলেন সক্রিয়। ছাত্র রাজনীতিতে সহযোদ্ধা ছিলেন, আমু, মতিয়া, সুরঞ্জিত, মেনন, তোফায়েলসহ জাতীয় নেতাদের অনেকে। ৬২ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হোন কারারুদ্ধ। এরপর ৬৬ সালের ৬ দফা, উনসত্তুরের গণআন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ। সব জায়গায় তিনি ছিলেন সক্রিয় ও সম্মুখ সারিতে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। একাত্তরে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে তিনি নিজ এলাকায় চলে আসেন। তিনি দীর্ঘ দিন থেকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সিনিয়র সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রাব্বানী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান, জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, দেলোয়ার চুন্নু, মুবিন আহমদ জায়গিরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
সিলেট প্রেসক্লাব : মহান মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ-জনপ্রতিনিধি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, ইকবাল আহমদ চৌধুরী দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মানুষের বিপদ-আপদে সবসময় পাশে থেকে সহযোগিতা করে গেছেন। ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেছেন। নেৃতৃবন্দ, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতি : সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও গোলাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী এডভোকেট সিলেটের একটি স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাযা আজ সোমবার বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। একযুক্ত শোকবার্তায় সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক এবং সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করিয়াছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করিয়াছেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাইয়াছেন।
সিলেট চেম্বার : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি জনাব তাহমিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ্ তায়ালা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।
উপজেলা আওয়ামী লীগের ৩দিনের শোক : উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ইন্তেকালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৩ দিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সোমবার (৩১ জানুয়ারি) কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং বুধবার(২ ফেব্রুয়ারি) বাদ আসর গোলাপগঞ্জ বাজার মসজিদে বাদ আসর খতমে কোরআন ও দোয়া মাহফিল।