সমাজের সকল মানুষকে সমান চোখে দেখলে কেউ আর পিছিয়ে থাকবেনা : প্রেসক্লাব সভাপতি

6

 

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেছেন, মানুষে মানুষে যখন কোন বৈষম্য থাকবেনা তখন একটি সমাজ এগিয়ে যাবে। সমাজের সকল মানুষকে আমরা যখন সমান চোখে দেখবো তখন কেউ আর পিছিয়ে পড়া থাকবেনা। তাই “কাউকে বাদ দিয়ে নয়”-এ সত্যটি সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। মঙ্গলবার (১৪ মে) সিলেট প্রেসক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন-বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিলেট জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সিনিয়র শিক্ষক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আরমিন আফরোজ এবং ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। কর্মশালায় জেলার সবগুলো উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া (প্রতিবন্ধী, দলিত, হিজরা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জনগোষ্ঠীর ক্ষমতায়নে তাদের অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা গ্রæপ ওয়ার্কের মাধ্যমে উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি