ঝোঁপ-ঝাড়ের ভিতর মোটরসাইকেল- না এগুলো লুকিয়ে রাখা হয়নি। বিভিন্ন সময় বৈধ কাগজপত্রবিহীন এসব মোটরসাইকেল জব্দ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জব্দের পর এগুলো নিয়ে যাওয়া হয় আলমপুরে। আর সেখানেই রোদ-বৃষ্টি আর ঝোঁপ-ঝাড়ে বছরের পর বছর অযতœ আর অবহেলায় এগুলো পড়ে থেকে এক সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৈধ কাগজ না থাকার কারণে চালক তার মোটরসাইকেলের জন্য যেখানে হাজার হাজার টাকা জরিমানা গুনেন সেখানে চালকের মোটরসাইকেলটি আটকের পর সেটি যতেœ রাখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি দেয়া উচিৎ।
ছবি: দৈনিক কাজির বাজার