সিলেট চেম্বারে এনবিআর এর সাথে প্রাক-বাজেট আলোচনা সভা

6

২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে প্রাক-বাজেট আলোচনা সভার প্রাক্কালে রবিবার চেম্বার কনফারেন্স হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক ও কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। সভায় চেম্বার সভাপতি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে আগামী ২ মার্চ হোটেল রোজভিউতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি বলেন, প্রতিবারের ন্যায় এ বছরও আমরা একটি বাজেট প্রস্তাবনা তৈরী করেছি, যা প্রাক-বাজেট আলোচনা সভায় উপস্থাপন করা হবে এবং এনবিআর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হবে। তিনি প্রাক-বাজেট আলোচনা সভাটি সুন্দরভাবে আয়োজনের জন্য কাস্টম্স কমিশনার ও কর কমিশনার মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ এনামুল হক ও কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। তারা আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে প্রস্তাবনা প্রস্তুত করার জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, সিলেট চেম্বার অব কমার্সের প্রস্তাবনাসমূহ জাতীয় বাজেটে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তারা বিভিন্ন সেক্টরের সমস্যাবলী সমাধানের জন্য তা প্রাক-বাজেট আলোচনা সভায় তুলে ধরার আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, অতিরিক্ত কর কমিশনার এ জেড এম নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মোঃ আতিক হোসেন, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল ফজল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, কর আইনজীবী মোঃ মাজহারুল হক, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি