কমলগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাস করেন

7
১৭৯তম শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের, সকল মতের, সকল পদের মানুষকে সার্বিক কল্যাণে বিশ্বাস করেন। সকল ধর্মের মানুষের সম্মান রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর।
মন্ত্রী শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সকল জাতি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমনে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসব অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

মণিপুরী মহারাসলীলা উৎসবের একাংশ।

আলোচনা সভায় মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সি, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দমোহন সিংহ প্রমুখ।
এর আগে দুপুরে শ্রীকৃষ্ণের বাল্য লীলা রাখাল নৃত্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।