প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি জানানোর প্রয়োজন হয় না -মেয়র আনোয়ারুজ্জামান

42

স্টাফ রিপোর্টার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাঁর কাছে কোনো দাবি জানানোর প্রয়োজন হয়না। তার আগেই তিনি সিলেটবাসীর প্রয়োজন বুঝে ব্যবস্থা গ্রহণ করেন, বরাদ্দ দেন। বুধবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ঢাকা-সিলেট ৬ লেন, সিলেট তামাবিল সড়ক ৪ লেন ও সিলেট বিমানবন্দরের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেটবাসীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে হয়না। আমরা না চাইলেও তিনি সিলেটবাসীকে দিয়ে গেছেন। তিনি আরও বলেন, আমি সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নেয়ার পরপরই প্রধানমন্ত্রী ১৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আগামী নির্বাচনে সিলেটের ১৯টি আসনে নৌকার প্রার্থীদের জয়ী করার আহŸান জানান।