সুনামগঞ্জে তথ্যমেলা অনুষ্ঠিত

10

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ এর আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ‘তথ্যমেলা’র উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ উদ্বোধন পরবর্তী “দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন” শীর্ষক আলোচনা সভায় বলেন, এখন দেশের প্রত্যন্ত যে কোন অঞ্চল হতে জেলা প্রশাসকদেরকে জনগণ সেবার জন্য যোগাযোগ করতে পারছে, তথ্য জানতে পারছে এবং মোবাইলে দুর্নীতির রিপোর্ট করছে। যা আমাদেরকে সোনার বাংলা গড়তে সহযোগীতা করছে। সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে যাঁরাই কর্মরত আছেন তাঁরা যদি নিজেদের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে সেবাপ্রার্থী জনগণ কখনো হয়রানির শিকার হবেন না। প্রতিটি দপ্তরে বিনা বাধায়, বিনা হয়রানিতে বিনামুল্যে সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সর্বস্তরে ব্যাপক সচেনতা সৃষ্টি করতে হবে। এই আইনের সুফল যেন জনগণ পায়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি কমবে। এ জন্য সব কাজে নীতি, নৈতিকতা ও শুদ্ধাচারের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এসময় তিনি দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে স্বাক্ষর করেন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের স্টল পরিদর্শন করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের সততা ও মমতা থাকতে হবে। এই দুটি না থাকলে আপনি মানুষকে সেবা দিতে পারবেন না। সেবার মানসিকতা থাকলে যে কোনো দপ্তরে মানুষজন গিয়ে উপকার পাবে। সততা এবং মমতাকে সেবার অন্যতম পন্থা বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা সভায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিসস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর দুর্নীতিরোধে বিশেষ ভূমিকা ও গুরুত্বের কথা উল্লেখ করেন। সনাক সুনামগঞ্জের সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি খলিল রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য নুরুর রব চৌধুরী।