বিয়ানীবাজার সংবাদদাতা
বিয়ানীবাজারে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার বিয়ানীবাজার থানার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানা পুলিশ।
জানা যায়, বিয়ানীবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধরের নেতৃত্বে এসআই আব্দুর রহিম, এসআই ফয়সালসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এক বান্ডিল তাস এবং নগদ ১৬ হাজার ৭০০ টাকাসহ ৯জন জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় আটক করেন।
আটককৃতরা হলেন- লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র বদরুল ইসলাম (৪৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত আব্দুল হাসিমের পুত্র মো.ওয়াসিম (৩২), পৌরসভার নয়াগ্রামের মৃত মইন উদ্দিনের পুত্র জামিল আহমদ (৪৬), লাউতা ইউনিয়নের গজারাই এলাকার আব্দুর রহমানের পুত্র খতিব আলী (৪৫), বিয়ানীবাজার উপজেলার চান্দলা এলাকার আব্দুল হাসিবের পুত্র আলী হোসেন (৪০), লাউতা ইউনিয়নের গজারাই এলাকার মৃত তরমুজ আলীর পুত্র আব্দুল লতিফ (২৮), মৃত সিকন্দর আলীর পুত্র আব্দুল হাসিব (৩৮). পৌরসভার ফতেহপুর বড়বাড়ির মৃত আব্দুল মান্নানের পুত্র জামাল হোসেন (৩৫) এবং কসবা গ্রামের মৃত মোজাফফর আলীর পুত্র জামাল হোসেন দুলনকে (৩৮) আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ফয়েজ উদ্দিন, লিটন আহমদ, মেহের উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চললাম রয়েছে।