বাঙালির মহান বিজয়ের মাস ইতিমধ্যে শুরু হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দুই দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১১ টায় চৌহাট্টস্থ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বন্দরবাজার কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে র্যালি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে নৌকার মনোনিত প্রার্থী ড.এ.কে আব্দুল মোমেনের উপস্থিতিতে বিজয় দিবসের আলোচনা সভা। তাছাড়া প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিজয় দিবসের কর্মসূচি গ্রহণসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার।
উক্ত কর্মসূচীগুলোতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ৪২ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অংশগ্রহণ এবং ১৬ ডিসেম্বর নিজ নিজ ওয়ার্ডে স্ব স্ব উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।