হামাস নিয়ন্ত্রিত দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ২৩

15

কাজির বাজার ডেস্ক

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার দুই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে গাজার কেন্দ্রীয় এক শরণার্থী শিবিরে এবং দক্ষিণ গাজার আরেক শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত হয়। এ ছাড়া রাফাহতে আল-শাবোরা শরণার্থী শিবিরে হামলায় ছয়জন নিহত হয়েছে।
সাতদিনের টানা যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার সকাল থেকে ফের হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই শুরু হয়। ইসরায়েলি বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান বন্ধ হবে না।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত যুদ্ধে নিহত হয়েছে ১৬ হাজার ২৪৮ ফিলিস্তিনি। আহত হয়েছে ৪৩ হাজার ৬১৬ জন। অন্যদিকে ইসরায়েলে হামাসের চালানো হামলায় নিহতের সংখ্যা ১২০০।