আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ ॥ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দিন

4

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট। ১৫ জুন বুধবার বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন,সভা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক পিপি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল গফফার, ফোরামের কেন্দ্রীয় সদস্য ও সিনিয়র আইনজীবী এডভোকেট আশিক উদ্দিন আশুক, ফোরামের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো: আতিকুর রহমান শাবু, সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন। এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, এডভোকেট আবুল ফজল, ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো: এজাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট খালেদ আহমদ জুবায়ের, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, মিডিয়া বা সংবাদ মাধ্যম বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আব্দুল মুকিত অপি, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক এডভোকেট এফ এইচ এম সাজেদুল ইসলাম সজীব, সেমিনার সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক এডভোকেট সোহেল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সিদ্দিকুর রহমান, এডভোকেট হাবিব আহমদ, এডভোকেট আব্দুস সামাদ, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। এই কিছুদিন আগেও সাজাপ্রাপ্ত আসামী বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করলেও খালেদা জিয়াকে যেতে দেওয়া হচ্ছে না। বক্তারা বলেন,খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। বিজ্ঞপ্তি