হবিগঞ্জে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

50

 

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জে পৃথক তিনটি মামলায় বিএনপি যুবদল-ছাত্রদলের ১৪ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, হবিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গোলজার আহমেদ জানান, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ আগস্ট জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট ও বিষ্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। পরদিন ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সংগর্ষ হয়। এ ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মাহি একটি মামলা দায়ের করেন। গত ২৯ আগস্ট মামলাগুলোতে ১৮৩ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার ১৫০ নেতাকর্মী হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় বিচারক ১৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগাওে পাঠানোর নির্দেশ দেন।