গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। একাত্তরের মুক্তি সংগ্রামের পর আমরা যখন যাত্রা শুরু করি, তখন ক্ষুধা আর দারিদ্রতায় জর্জরিত ছিল গোটা দেশ। অনেক দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি ডিঙিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল তখনই একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। পরবর্তীতে বেআইনী শাসন চালিয়ে জিয়া, এরশাদরা বাংলাদেশকে ২১ বছর পিছিয়ে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ দেশকে বিশ্ব দরবারে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বর্তমান অবস্থানে নিয়ে আসার দীর্ঘ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
শনিবার উপজেলার ঢাকাদক্ষিণে প্রাণিসম্পদ কার্যালয় মাঠে সকাল ১০টায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ এখন আরো সংগঠিত। দেশকে আন্দোলন সংগ্রাম আর যোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগ অনেক দূর নিয়ে গিয়েছে। তাই দেশের মূল শক্তি জনগণকে আওয়ামীলীগের ছায়াতলে নিয়ে আসতে হবে। আর এই কাজটি করতে হবে আওয়ামীলীগের প্রাণশক্তি দলীয় নেতাকর্মীদের। শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা না রাখলে বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় আসলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদরুল উল্লা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদের পরিচালনায় কর্মিসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন চুন্নু, শ্রমিকলীগ নেতা আবদুল করিম, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, আজমল হোসেন, নকুল রাম মালাকার, মোজাম্মেল হোসেন, গোলাম মোস্তফা খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খয়রুল হক, মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির উদ্দিন ছাদেক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, আবদুশ শহীদ খান জিলা, সেলিম আহমদ, সেলিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, সাহাব উদ্দিন সওয়াব, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজিরা বেগম শীলা, আঙ্গুরা বেগম,ছাত্রলীগ নেতা ফয়জুল হক, আবদুস শহীদ, কমল কান্তি শর্মা, জুবের আহমদ, শরিফ আহমদ, নাছিম আহমদ প্রমুখ।