গোয়াইনঘাট থেকে সংবাদদাতা
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মিনহা আক্তার হেনা সমাজের বিত্তবানদের সহযোগিতায় বাঁচতে চায়। মিনহা গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের দিনমজুর নজরুল ইসলামের মেয়ে ও স্থানীয় পুকাশ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, গত মাসের ১৪ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইনঘাট ব্রীজ সংলগ্ন সড়কে পিকআপ গাড়ির সাথে দুর্ঘটনায় মিনহা গুরুতর আহত হয়। এ সময় ঘাতক পিকআপ গাড়িটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীরা মিনহাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছেন অসচ্ছল পরিবারটি। এতে করে দিন দিন মিনহার অবস্থার অবনতি হচ্ছে। মেয়েকে বাঁচাতে সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করে বিত্তবান মানুষের সহায়তা কামনা করেছে তার পরিবার। স্থানীয় সমাজকর্মী সাংবাদিক রিয়াজুল ইসলাম বলেন, মিনহার পরিবারটি অত্যন্ত গরিব। মেয়েটির চিকিৎসায় অনেক টাকার ওষুধ লাগে। কিন্তু টাকার অভাবে ঠিকমতো তার চিকিৎসা করাতে পারছে না।
পুকাশ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, মিনহা খুবই মেধাবী একজন শিক্ষার্থী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। সাহায্য-সহযোগিতা পেলে ভালো চিকিৎসা পেয়ে মেয়েটি সুস্থ হয়ে উঠতে পারে। কান্না জড়িত কন্ঠে মেয়ের চিকিৎসায় নিজের অক্ষমতা স্বীকার করে মিনহার বাবা নজরুল ইসলাম বলেন, আমি নিজেই দীর্ঘদিন থেকে অসুস্থ, তারপরও দিনমজুরের কাজ করে ৫ সন্তানসহ ৮ সদস্যের পরিবারের ভরণ পোষণ করে কোন মতে সংসার পরিচালনা করে আসছি। আর্থিক অসচ্ছলতার কারণে অন্যের সাহায্য ও ধারদেনা করে এত দিন মেয়ের চিকিৎসা চালিয়েছি। বর্তমানে আমাদের পক্ষে তা আর সম্ভব হচ্ছে না। তিনি মেয়ের চিকিৎসায় সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহŸান জানান। মিনহার খোঁজখবর ও চিকিৎসার জন্য কেউ আর্থিক সহযোগিতা পাঠাতে চাইলে তার পিতা নজরুল ইসলামের (০১৭৩৩-৮১৪২৮০/০১৩০৮-২৪৯২৬৫) বিকাশ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।