সিলেটে ফের বন্যার আশঙ্কা

8

স্টাফ রিপোর্টার :
সিলেটসহ দেশের বেশ কয়েকটি নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। ফলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে, লঘুচাপের প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিও হচ্ছে। এতেও বাড়বে নদীর পানি।
আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মাসের শেষদিকে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। মৌসুমি বায়ু এখনও দেশের ওপর সক্রিয়। তাই আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে।
এদিকে, ভারতের মেঘালয় রাজ্যের বৃষ্টিপ্রবণ চেরাপুঞ্জির পাদদেশ থেকে নেমে আসা ঢলের প্রভাবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহমান ধলাই নদে পানি বাড়ছে। গতকাল এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার।
পাউবো জানায়, সিলেটের সীমান্ত নদ-নদীর মধ্যে মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা ধলাই নদে গতকাল থেকে পানি বাড়ছে। কোম্পানীগঞ্জের ইসলামপুর পয়েন্টে এ নদের পানির প্রবাহ পরিমাপ করা হয়। শনিবার সন্ধ্যায় সেখানে ৮ দশমিক ৮৪ মিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরদিন রবিবার সকাল ৬টায় ৮ দশমিক ৯৬ মিটার দিয়ে পানি প্রবাহিত হয়। পরে সকাল ৯টায় ১ সেন্টিমিটার পানি বেড়ে দুপুর ১২টায় ৮ দশমিক ৯৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিলো এ নদের পানি।