কাজির বাজার ডেস্ক
ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল আছে। কিন্তু ঢাকার বাইরে রোগী বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সকালে মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে দেখে এসে এ কথা বলেন তিনি।
এরআগে মন্ত্রী ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন মন্ত্রী।