বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ আজাদ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও সামাজিক সংক্ষিপ্ত সফর শেষে শনিবার (৮ই জানুয়ারী) দুপুরে দেশে ফিরলেন।
দুপুর ২টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন। এসময় সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ, ৭নং মোগলগাঁও ইউনিয়নবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম.এ হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সহ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবায়দুল্লাহ ইসাক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল বাছিত, সহ-সভাপতি রোটারিয়ান ডা: রনজিত কুমার রায়, সহ-সভাপতি প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, সহ-সভাপতি শামিমা আক্তার ঝিনু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহ-সম্পাদক নার্গিস সুলতানা রুমি, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান অরুপ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক লিমা সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া পীর, প্রচার ও প্রকাশনা সম্পাক জাকারিয়া হোসেন জাকির, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জুঁই ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তসলিমা বেগম, যুগ্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক তিনু, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ধর্ম ও ঐতিহ্য বিষয়ক সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, শ্যামল সিং, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আমির আহমদ মোস্তফা, আব্দুল বাছিত, আব্দুল মালিক মানিক মেম্বার, আব্দুল হামিদ, আজাদ মিয়া, সিলেট জেলা তাতীলীগের সাবেক সভাপতি বাবুল আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য কবির আহমদ শাহজাহান, সালেহ আহমদ লিমন, ফারুক আহমদ, সদর উপজেলা যুবলীগ নেতা খায়রুল ইসলাম ফেরাই, আবু সুফিয়ান, মহানগর যুবলীগ নেতা সাইদুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাকিব আহমদ, ব্যবসায়ী হাজী মনির উদ্দিন, আব্দুল বাছিত, সাংবাদিক নজরুল ইসলাম, মোবাশ্বির আলী অপু, হাবিবুর রহমান রাজু, আব্দুর রহমান টিংকু, মাও: ইমাম উদ্দিন, নাজমুল হাসান, মহসিন আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট সদর উপজেলা শ্রমিকলীগ নেতা হাজী নুর আহমদ তালুকদার, ফাজিলচিস্ত এলাকার শাহ আলী, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলতা মিয়া, ছাতকের কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার মুজিবুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন, গোল্ডেন উইং সমাজ কল্যাণ ও ক্রীড়ার সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রোটারিয়ান শাহিন আহমদ, সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আম্বরখানাস্থ মেসাসর্ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ প্রমুখ।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নজির আহমদ আজাদ প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে মহামারি মোকাবিলায় সরকারের জীবন ও জীবিকার সুষম নীতির কারণেই বাংলাদেশের উন্নয়নের বিষয়টি সম্ভব হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি, মানবসম্পদ, অবকাঠামো, নিরাপত্তা, রাষ্ট্র ব্যবস্থপনা থেকে শুরু করে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে উন্নতির ছোঁয়া লাগেনি। বহির্বিশ্বে শেখ হাসিনার নেতৃত্ব আজ প্রশংশিত হচ্ছে।
তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, আমার প্রতি আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা আমার আগামী দিনের কাজের অনুপ্রেরণা যোগাবে। আপমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং আগামী দিনে আপনাদের সাথে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ, ৭নং মোগলগাঁও ইউনিয়নবাসীসহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়ীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি