তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

12

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সুজন মিয়া (৩৫) ও তাহের মেম্বার (৫৫) নামের দুইজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার বেলা ১টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারের তাহের মেম্বারের ছেলে আলম ও পাশ^বর্তী নয়াবন্ধ গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে আলী হাসানের মধ্যে শ্রীপুর বাজারের মেইন রোডে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলম প্রতিপক্ষ আলী হাসানের উপর জুতা নিক্ষেপ করেন এবং আলী হাসানও প্রতিপক্ষ আলমকে অসামাজিক কথাবার্তা বলেন।
এ নিয়ে শ্রীপুর বাজারে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে আহত হন- সুজন মিয়া (৩৫), তাহের মেম্বার (৫৫), হৃদয় মিয়া (২২), সাজিনুর মিয়া (৪৫), আলী হাসান (৩০)। পরে সংবাদ পেয়ে ট্যাকেরঘাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
ট্যাকেরঘাট ফাঁডি পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই আবু মোছা জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।