টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে টাইগাররা

11

 

স্টাফ রিপোর্টার

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৪ এবং ১৬ জুলাই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজটি খেলতে ইতোমধ্যে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ। দুটি পাতা একটি কুঁড়ির দেশে বুধবার দুপুর নাগাদ পৌঁছায় দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফ। পরিসংখ্যানে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয়বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ দুই দেখায় যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। অর্থাৎ, আফগানদের বিপক্ষে মোট তিনটি জয়ের মধ্যে দু’টিই সাম্প্রতিক সময়ে পেয়েছে টাইগাররা।
সাকিব আল হাসানের নেতৃত্বে এই ফরম্যাটে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। ২-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে দলকে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। শেষ ওয়ানডের জয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাস যোগাবে বলেই আশা করছেন লিটন। ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।