আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে ধারণবাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানা প্রাঙ্গণে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ এর সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা’র পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ধারণবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিস সালেহী। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সদস্য জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা অটো-রিক্সা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন ১৬৯৩/৯৩ এর সভাপতি আপ্তাব উদ্দিন, ধারণবাজার উপ-পরিষদের সভাপতি মিজুল মিয়া, সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, গোবিন্দগঞ্জ মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক আকামত আলী প্রমুখ।
এ সময় সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বাস, ট্রাক মালিক-শ্রমিক, পিকআপ, মাক্রোবাস, সিএনজি-অটো-রিক্সা মালিক-শ্রমিক ছাড়াও উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার এএসআই আবদুল গফ্ফার, এটিএসআই কাঞ্চন সরকারসহ থানার সকল সদস্যসহ দু’শতাধিক শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।