‘হাজি’ হওয়ার সনদ মিলবে অনলাইনে, নকশা নিজের পছন্দে
কাজির বাজার ডেস্ক
হজযাত্রা সমাপ্তির একটি সার্টিফিকেট অনলাইন থেকে নিতে পারবেন ‘হাজি’রা। এই প্রথম সৌদি সরকার হজযাত্রীদের এই সনদপত্র দিচ্ছে। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, সার্টিফিকেট পেতে ইচ্ছুক হজযাত্রীদের নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর পছন্দ অনুযায়ী সার্টিফিকেটের ধরন নির্বাচন করতে হবে। মন্ত্রণালয় ওই অ্যাপেই সনদ পাওয়ার সব পদক্ষেপ তালিকাভুক্ত করেছে। এ বছর হজযাত্রীদের সংখ্যা সর্বকালের বেশি ছিল বলে জানিয়েছে সৌদি আরব। করোনার কারণে টানা তিন বছর হজযাত্রীদের হ্রাস করতে বাধ্য হয়েছিল সৌদি সরকার। তবে এবার এমন কোনো বিধিনিষেধ না থাকায় বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা হজে অংশ নিয়েছেন। সৌদি সরকারি পরিসংখ্যান অনুসারে, বিদেশ থেকে ১ দশমিক ৬ মিলিয়নসহ প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন মুসলমান এ বছর হজে অংশ নিয়েছিলেন। হজের আনুষ্ঠানিকতা শেষ করার পর অনেক বিদেশি হজযাত্রী সাধারণত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে প্রার্থনা ও অনেক ইসলামিক স্থান পরিদর্শন করতে মদিনায় আসেন, যা হজের দ্বিতীয় মৌসুম হিসেবে পরিচিত।